দেশ ও জনগণের কল্যাণেই কাজ করে জামায়াতে ইসলামী: নাজমুল হক

মো: সজিব ইসলাম; চারঘাট, রাজশাহী
| আপডেট: ৭ ডিসেম্বর, ২০২৫, ০২:২৭ পিএম | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫০ পিএম
দেশ ও জনগণের কল্যাণেই কাজ করে জামায়াতে ইসলামী:  নাজমুল হক
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট-বাঘা (রাজশাহী-৬) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক বলেছেন, “জামায়াতে ইসলামী সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। যারা চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িত, জনগণ তাদের ভোট দেবে না।” শনিবার সকাল ১১টায় চারঘাট উপজেলার শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। . অধ্যক্ষ নাজমুল হক আরও বলেন,“রাজনীতি ক্ষমতার নয় এটি জনগণের অধিকার ও কল্যাণের জন্য। যদি জনগণ সুযোগ দেয়, চারঘাট-বাঘাকে একটি আধুনিক, স্বচ্ছ ও উন্নত এলাকায় রূপ দিতে চাই। সুষ্ঠু নির্বাচন হলে জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে। সাংবাদিকরা সত্য তুলে ধরে জাতিকে সচেতন করেন এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” . সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক সুফেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব মোঃ কামারুজ্জামান,জনাব মোঃ শোয়েব আলী,জনাব মাওলানা মোঃ শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ আইয়ুব আলী,সহকারী সেক্রেটারি জনাব মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্বের অর্থ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা শিবিরের সভাপতি জনাব মোঃ নাহিদ হাসান শুভ,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের চারঘাট পৌরসভা ও সকল ইউনিয়নের আমির ও সেক্রেটারিবৃন্দ। অতিথিবৃন্দ প্রোগ্রামের শুরুতেই সাংবাদিকদের গোলাপ ফুলের স্টিক দিয়ে বরণ করে নেন। অতঃপর প্রধান অতিথি সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সঠিক নিউজ করার আহ্বান জানান। সম্মানিত প্রধান অতিথি দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।বিশেষ করে চারঘাট-বাঘা,রাজশাহী-৬ আসনের সার্বিক সমস্যা সমাধানে এগিয়ে আসার জন্য সংবাদ কর্মীদের একযোগ কাজ করার অনুরোধ জানান। মতবিনিময় সভায় প্রার্থী নাজমুল হক চারঘাট-বাঘার সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন ও যুবদের কর্মসংস্থান পাঁচটি অগ্রাধিকার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন,“রাজনীতি শুধু প্রতিশ্রুতির জায়গা নয়, দায়বদ্ধতার জায়গা। জনগণের সেবা ও স্বচ্ছতা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।” অনুষ্ঠানে চারঘাট উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে