বাংলাদেশ সরকার থেকে পেঁয়াজ আমদানির খবরের এক রাত পেরোতেই পেঁয়াজের দাম কমেছে ২০ টাকা পর্যন্ত। তথ্যনুযায়, দেশি মুড়ি কাটা পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ১০০ টাকা এবং দেশি শুকনো মানের পেঁয়াজ কেজি প্রতি ২০ টাকা কমে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলির কাঁচাবাজার থেকে রোববার সকালে এই তথ্য পাওয়া গেছে।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানির খবরে মোকামে দাম কমে যাওয়ার কারণে খুচরা বাজারেও কমেছে দাম।
ক্রেতাদের ভাষ্য, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে যায়। কিন্তু আমাদের দেশেই তো পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুদ আছে। কিন্তু দেশের মোকামে কিছু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করে দেয়। এতে করে আমাদের সাধারণ মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। আমরা চাই নিয়মিত বাজার মনিটরিং করা হোক। তাহলেই খুচরা বাজারে দাম কমে আসবে। ইতি মধ্যে কিছুটা দাম কমেছে, তবে দেশি পেঁয়াজ ৫০ থেকে ৬০ এবং ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি ৩০ টাকার মধ্যে থাকলে আমাদের জন্য ভালো হয়।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ আগস্ট থেকে ভারত হতে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে।