শাহরাস্তিতে ২ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৬ পিএম
শাহরাস্তিতে ২ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

চাঁদপুরের শাহরাস্তিতে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে  মাদ্রাসা শিক্ষককে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার চিতোষী  সুলতানিয়া মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনা ঘটে।  ভুক্তভোগী পরিবাের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

অভিভাবক ও থানা সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর সকালে চিতোষী  পূর্ব ইউনিয়নের সুলতানিয়া ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীর দুইজন ছাত্রীকে উক্ত মাদ্রাসার ইংরেজি শিক্ষক আব্দুল মালেক কু প্রস্তাব প্রদানসহ ভিকটিমদ্বয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে ওই ছাত্রী চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করলে শিক্ষক আব্দুল মালেক ছাত্রীকে জোর পূর্বক শ্রেণী কক্ষের বেঞ্চিতে শুইয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ভুক্তভোগী  দস্তাদস্তি করে অভিযুক্ত শিক্ষকের হাত থেকে আত্মরক্ষার চেষ্টা করে মাদ্রাসার অধ্যক্ষের কাছে গিয়ে বিষয়টি জানালে অধ্যক্ষ ভুক্তভোগী শিক্ষার্থীকে ধমক দেয় এসময়  কোন ধরনের প্রতিকার না পেয়ে ভুক্তভোগী শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করে। 

এ ঘটনায় মাদ্রাসার অভিভাবক সদস্য ইব্রাহিম খলিল মঞ্জু বলেন, আমি বিষয়টি ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের কাছ থেকে জেনেছি এ বিষয়ে অধ্যক্ষ একরামুল হক মজুমদার বিষয়টি সমাধানে চেষ্টা করলে এতোদূর যেতো না এখানে অধ্যক্ষের গাফিলতি রয়েছে। 

এ বিষয়ে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিককে বলেন,আপনি কোর্ট থেকে জানেন আমি বক্তব্য দিতে পারবো না।  

শাহরাস্তি থানার( ওসি) আবুল বাসার জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে