ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধু আহত

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৫, ০১:৫৫ পিএম
ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধু আহত

দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল বীরগঞ্জ সড়কের রাস্তার পশ্চিম পার্শ্বে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ডুকে পড়ে এতে করে ঘুমিয়ে থাকা সুন্দইল গ্রামের সুজনের স্ত্রী ইসমত আরা বেগম(২২) ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা ভেঙ্গে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার সময়। কাহারোল উপজেলার প্রত্যক্ষদশীরা জানান, ড্রাম ট্রাকটি বালু ফেলে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছকে ধাক্কা দেয়। গাছসহ ড্রাম ট্রাকটি বিদ্যুৎ এর খুটি ভেঙ্গে ঘরের ভেতর ঢুকে পড়ে। এতে করে ঘুমিয়ে থাকা ইসমত আরা আহত হন তার সঙ্গে ঘুমিয়ে থাকা চার মাসের শিশু সন্তানটি অক্ষত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে প্রথমে কাহারোল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন। বর্তমানে ট্রাকটি পুলিশের নিরাপত্তায় ঘটনা স্থলে রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে