চাকসুর নব নির্বাচিত জিএস বিন হাবিবকে সম্মাননা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৮ পিএম
চাকসুর নব নির্বাচিত জিএস বিন হাবিবকে সম্মাননা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ও কিশোরগঞ্জের গর্ব সাঈদ বিন হাবিবকে শুক্রবার (৫ ডিসেম্বর ) হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার এলামনাই এসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি সাবরিনা মারজান, ঢাকা মেডিকেল কলেজ এর ১ম বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব, বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ এর ১ম বর্ষের শিক্ষার্থী মুহিতুল ইসলাম সাদকেও সংবর্ধনা প্রদান করা  হয়েছে। এসময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করা হয়।

 সংবর্ধনা অনুষ্ঠানে হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার ছাত্র-যুবক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কিশোরগঞ্জের তরুণ প্রজন্মের পক্ষ থেকে সাঈদ বিন হাবিবের প্রতি গর্ব প্রকাশ করেন।

হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার এলামনাই এসোসিয়েশনের সভাপতি মো: মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড.মো:মুজাহিদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার প্রিন্সিপাল মাও আজিজুল হক,ওয়ালী নেওয়াজ খান কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. আনোয়ারুল হক, এসোসিয়েশনের সহসভাপতি একে ফজলুল হক, অধ্যাপক মো: আজিজুর রহমান, বিশিষ্ট লেখক ও ব্যাংকার শহীদুল্লাহ ফারুকী, সংবর্ধিত সাঈদ বিন হাবিবের পিতা মাও নজরুল ইসলাম, মুহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষক মো আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো:মুহসিন উদ্দিন,  প্রভাষক মাও ইসমাঈল হোসেন মুফিজী, এলামনাইয়ের সদস্য সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী প্রমুখ।

“কিশোরগঞ্জের সন্তান হিসেবে সাঈদ বিন হাবিবের এই অর্জন জেলার তরুণদের অনুপ্রেরণা যোগাবে। তার নেতৃত্ব ও সাফল্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে