ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে

এনসিপিসহ তিন দলের নতুন জোট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:২১ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:০০ পিএম
এনসিপিসহ তিন দলের নতুন জোট ঘোষণা

রাজনৈতিক অস্থিরতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিন দল মিলে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নতুন এই মঞ্চের নাম দিয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলনে জোটটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত দেড় বছরে সংস্কার প্রক্রিয়ার পথে নানা বাধা এসেছে। ঐকমত্য কমিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন শক্তি পরিবর্তনকে আটকে রাখার চেষ্টা করেছে। তিনি জানান, সেই অবস্থায় তিন দল সংস্কারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে। নাহিদ ইসলাম নতুন জোটের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, অভ্যুত্থানের পর যেসব প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তরুণদের পরিবর্তনের আকাঙ্ক্ষাও অনেক ক্ষেত্রেই অপূর্ণ রয়ে গেছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশা পূরণের লক্ষ্যেই এই নতুন যাত্রা। তার ভাষায়, পুরনো রাজনীতি দিয়ে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়নি, নতুনরা চ্যালেঞ্জ করেছিল বলেই সেই পরিবর্তন এসেছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, কেবল তিন দলই পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে না, বরং আরও অনেক শক্তিই এই প্রত্যাশার অংশীদার। চব্বিশের অভ্যুত্থান টিকে থাকবে কিনা তা নির্ভর করছে সংস্কারের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়ন হয় তার ওপর।

ঘোষণায় জানানো হয়, জোটটি শুধু নির্বাচনী সমন্বয় নয়, রাজনৈতিক জোট হিসেবেও কাজ করবে। আলোচনার ভিত্তিতে আরও কয়েকটি দল যুক্ত হতে পারে বলে জানান আয়োজকেরা। আগামী নির্বাচনে জোটভুক্ত দলগুলো একসঙ্গে কাজ করতে এবং একই প্রতীকে নির্বাচন করতে আগ্রহী বলে নাহিদ ইসলাম জানান। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি মনে করে গায়ের জোরে কিংবা ধর্মীয় আবেগ ব্যবহার করে নির্বাচনে জয়ী হবে, তারা সফল হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিনসহ আরও অনেকে। আয়োজকেরা বলেন, দেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যেই এই জোটের যাত্রা।

আপনার জেলার সংবাদ পড়তে