সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “শিক্ষা বৃত্তি- ২০২৫” প্রদান অনুষ্ঠিত হয়েছে। বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা নুরুল হুদার সভাপতিত্বে ও স্কুলের এন্ড কলেজের সিনিয়র শিক্ষক বকুল আলম মুন্না এবং সৈয়দ হারুন ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব কাওছার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ,লায়ন্স ক্লাব অব সেনবাগ সেন্ট্রালের সভাপতি এবং সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
বিশেষ অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা ছাত্র প্রতিনিধি দলের সমন্বয়ক, যুুব শক্তির কেন্দ্রীয় নেতা মো: কামরুজ্জামান এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কলেজের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর আলম, শিক্ষক মোস্তাক উজ্জামান, শিক্ষক খাজা মাঈন উদ্দিন, সেনবাগ সরকারি কলেজের ছাত্র নেতা ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হাসান রাকিব,সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য সচিব ইমরান হোসেন, ছাত্র সমন্বয়ক মেহরাব হোসেন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের সাবেক সভাপতি জাবের হোসেন, সরকারি কলেজের ছাত্র নেতা মো:শাহজালাল সাজু।
অনুষ্ঠানে ২১ জন কৃতি শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রধান করেন সৈয়দ হারুন ফাউন্ডেশন। অতিথিরা ছাত্র ছাত্রীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিভিন্ন দিক নির্দেশনা দেন ও উপদেশ প্রদান করেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।