ভূরুঙ্গামারীতে সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর সভা

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
| আপডেট: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৭ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৭ পিএম
ভূরুঙ্গামারীতে সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর সভা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। রোববার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং মাদকের ভয়াবহতা রোধের ওপর গুরুত্বারোপ করেন। এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ভূরুঙ্গামারীর উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। ভূরুঙ্গামারীর উন্নয়নকে গতিশীল করতে তিনি সকল রাজনৈতিক দলসহ সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন। সভার মুক্ত আলোচনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলা উদ্দিন মন্ডল, জামায়াত নেতা আজিজুর রহমান সরকার স্বপন, ব্যবসায়ী কাজী গোলাম মোস্তফা, এনসিপির ভূরুঙ্গামারী উপজেলার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম গোলাম মোস্তফা ও যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন উপজেলার নানাবিধ সমস্যার কথা বলেন। সবশেষে নবাগত ইউএনও বলেন, আমি আপনাদের পরিবারের একজন সদস্য। আমাকে যে কোন বিষয়ে সহযোগিতা করলে উন্নয়নের ক্ষেত্রে কাজ করা আমার পক্ষে সহজ হবে।
আপনার জেলার সংবাদ পড়তে