দিনাজপুর শহরের পাটুয়াপাড়া-এনায়েতপুর এলাকাকে ধুমপান ও মাদকমুক্তসহ পরিচ্ছন্ন মহল্লা গড়তে পাটুয়াপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এলাকাবাসীদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সচেতন এলাকাবাসীর উদ্যোগে আজ রোববার (৭ ডিসেম্বর) ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. রফিক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ড্রইং স্কুল দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকিব রানা, সম্মানীত অতিথি হিসেবে দিনাজপুর কোতয়ালী থানার এসআই (নি.) মো. সাদাকাত হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন হুমায়ুন কবীর, আরিফুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান সোহেল, সাবেক কাউন্সিলর রায়হান আলী খান তাজ, সাংবাদিক, গবেষক আজহারুল আজাদ জুয়েল, মিজানুর রহমান মিজান, প্রফেসর নুর-এ-আলম সিদ্দিক রনী, মুর্তুজা হাসান স্বর্ণ, মো. শাহজাহান, ওলিউর রহমান হিমু প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অন্তরঙ্গ সংস্থার সাধারন সম্পাদক এম.এম.এইচ কাদির।
সভায় সর্বসম্মতিক্রমে প্রকাশ্য ধুমপান, মাদক সেবন ও বিক্রি, বহিরাগতদের আগমনের উপর লক্ষ্য রাখা, এলাকায় সন্দেহভাজন আড্ডা, উচ্চ শব্দে গাড়ির হর্ণ বাজানো, অশ্লিল ভাষায় ঝগড়া-দন্দ সহ ইভটিজিংকে জিরো টোলারেন্স হিসেবে ঘোষনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।