ঝিনাইদহ কালীগঞ্জে বিভিন্ন দোকান,মটর সাইকেল,মসজিদসহ একের পর এক চুরির ঘটনা ঘটছে। এতে দিন দিনই বাড়ছে আতঙ্ক। ছিনতাইয়ের পাশাপাশি চুরি বেড়েছে। রাতে রিকশা দিয়ে চলাচল করা ও মটরসাইকেলে যাত্রীদের বেশি টার্গেট করা হচ্ছে। প্রশাসনের জোড়ালো অভিযান না থাকার কারণেই জনমনে আতঙ্ক বাড়ছে। কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের মোল্যাকুয়া গ্রামের প্রতিবন্ধী সাখাওয়াত মোল্যার ছেলে সাবুদ্দিন মোল্যার ২টি গরু দিবাগত রাতে চুরি করে নিয়ে গেছে। গরু ২টির মূল্য প্রায় দুই লক্ষ টাকা।২৮ সেপ্টেম্বর কমলাপুর গ্রামে গভীর রাতে ৪ কৃষকের ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। কমলাপুর গ্রামের বাবর আলী বিশ্বাসের দু’টি বড় গাভী ও একটি বাছুর। একই বাড়ির মুজিবুর রহমানের তিনটি গরু, সোবহান মাস্টারের একটি দেশি গাভী, মোহাম্মদ মন্নুর একটি বড় ফ্রিজিয়ান জাতের গাভী ও মিলন মিয়ার একটি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। ৯ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলায় ৩টি চুরি সংগঠিত হয় যার মধ্যে ২টি পৌরসভার মধ্যে মেইন বাসষ্ট্যান্ডে যশোর রোডে ও কোটচাঁদপুর রোডে এ দুটি চুরির ঘটনা ঘটেছে। কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ড জামে মসজিদ মার্কেটে বাবলু জেনারেল ষ্টোরের তালা ভেঙে প্রতিবদ্ধী বাবলু রহমানের নগদ দেড় লক্ষ টাকা নিয়ে যায় এবং কোটচাঁদপুর রোডের বিহারী মোড়ে আড়পাড়া জামে মসজিদের মেইন গেটের তালা ভেঙে মসজিদের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। এ রাতেই উপজেলার বড় ভাটপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে আরিফ হোসেন এর বাড়ি থেকে একটি ষাড় গরু ও একটি বকনা গরু গোয়াল থেকে বের করে বাস্তায় নিয়ে আসার পর তার চাচা টের পেয়ে গেলে চোরেরা গরু গুলো রেখে পালিয়ে যায়।৭ ডিসেম্বর সন্ধ্যায় সাংবাদিক বাবুল আক্তারের বাসার নিচ থেকে তার ব্যবহৃত ১০০ সিসি হিরো হোন্ডামোটর সাইকেল,তার আগে নতুন বাজার এলাকায় বাসার নিচ থেকে সাইফুল ইসলাম মোহনের ডিসকভারি মটর সাইকেল চুরি হয়, ২ ডিসেম্বর রাত দুটার দিকে দিশারী কাঠগোলা নামক প্রতিষ্ঠানে একদল ডাকাত ডাকাতির চেষ্টা চালাই। ২ ডিসেম্বর অবৈধ আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং চকলেট বাজি উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। এসময় লাল মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুজনকে আটক করা হয়েছে। দিবাগত রাত ১টার দিকে উপজেলা তেহরীহুদা গ্রামে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। আটক লাল মিয়া ওই গ্রামের রোস্তম মন্ডল ও জাহাঙ্গীর আলম নুরুজ্জামানের ছেলে।এসময় তাদের হেফাজত থেকে দেশি পিস্তল তৈরির কাজে ব্যবহৃত দুটি লোহার বডি, একটি লোহা কাটার করাত, দুটি মোবাইল, একটি লোহার তৈরি দেশি পাইপগান, তিন রাউন্ড রাইফেলের গুলি, এক রাউন্ড শর্টগানের গুলি, দুটি রাইফেলের গুলির খোসা, একটি গুলির পিলেট, আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত সিং, ছয়টি ব্যারেল, একটি লোহার পাইপ, একটি কাঠের বাটযুক্ত ছোরা, একটি পুরাতন চাইনিজ কুড়াল, আটটি চকলেট বাজি এবং ২১ হাজার পাঁচশ’ ৫০ টাকা উদ্ধার করে।২২ নভেম্বর শহরের আড়পাড়া এবং কাশিপুর মাঠপাড়ায় যৌথ বাহিনী ও পুলিশের পৃথক অভিযানে মাদক দ্রব্য ও অন্যান্য জিনিসসহ ৪ জনকে আটক করা হয়েছে।কালীগঞ্জ থানা পুলিশের যৌথ একটি দল মাদক কারবারি জাহাঙ্গীর হোসেনের আড়পাড়ার বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে দিপালী বেগম, চম্পা বেগম এবং ডলি বেগমকে আটক করা হয়। যৌথ বাহিনী আসার খবর পেয়ে কারবারিরা ইয়াবার প্যাকেট বাথরুমের প্যানের মধ্যে ফেলে দেয়। সেগুলোসহ ঘরের মধ্য থেকে আরও ইয়াবা, ফেনসিডিলের ১৬টি খালি বোতল, ৭টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে যৌথ বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন মেজর আকিকুর রহমান রুশাদ।একইদিন রাতে কাশিপুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে আনছার আলী নামে এক মাদক ব্যবসায়ীকে ১০৩ পিচ ইয়ারবাসহ আটক করে পুলিশ।৯ নভেম্বর কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।২৩ সেপ্টেম্বর যশোর-ঝিনাইদহ মহাসড়কের পিরোজপুর এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।১১ সেপ্টেম্বর র্যাবের অভিযানে এক হাজার ৪২ বোতল ফেনসিডিলসহ দুই কারবারী আটক করে কালীগঞ্জ উপজেলার কাঠালবাগান এলাকার শাহাবুদ্দিনের ছেলে বাদশা হোসাইন।২৫ ডিসেম্বর রাতে শরিফ ডেকোটের ঘরে দেওয়াল ভেঙ্গে প্রায় ৭০/৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।