রাবিপ্রবিতে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৫, ০২:৪৪ পিএম
রাবিপ্রবিতে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ে দ্রুত উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে রাঙ্গামাটি শহরের প্রধান সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারী) সকালে সাড়ে ১১টায় শহরের ব্যস্ততম এলাকা বনরুপা বাজার মুখে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের অবস্থান নিয়ে ভিসি নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সময় ধরের ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষক নিয়োগসহ নানান ধরনের জটিলতা দেখা দিচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে আমাদের শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। শিক্ষা উপদেষ্টা যতক্ষন পর্যন্ত ভিসি নিয়োগের ঘোষনা না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো বলেন, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই। সরকার আমাদের নিয়ে কোনো চিন্তাই করছে না। তাই আমরা সবাই বনরূপায় একত্র হতে বাধ্য হয়েছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ থেকে ডিসির মাধ্যমে উপদেষ্টাদের জানাতে চাই। খুব অল্প সময়ের মধ্যে আমাদের ভিসি দিতে হবে। তা না হলে আমরা কঠোর অবস্থানে যাব। এসময় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে প্রায় ৩ঘন্টা শহরের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে যানবাহনে থাকা শত শত যাত্রী দূর্ভোগে পড়ে। পরে প্রশাসন থেকে শুরু করে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এসে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করে এবং আগামী বুধবারে মধ্যে রাবিপ্রবিতে ভিসি নিয়োগ করা হবে বলে জানালে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ে উপাচার্য (ভিসি) পদত্যাগ করেন। এতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা ও অভিভাবকহীন হয়ে পড়ে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে