পঞ্চগড়ে হাড় কাঁপা শীত, তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রিতে

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯ এএম
পঞ্চগড়ে হাড় কাঁপা শীত, তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রিতে
ছবি, সংগৃহিত

পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। এতে ঐ এলাকার জনপদ কিছুটা স্থবির হয়ে আছে। সবশেষ আজকের তথ্য জানা গেছে, তাপমাত্রা নেমেছে ১০ এর কোটায়।

তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।

এর আগে শনিবার ও রোববার রেকর্ড হয়েছিল সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা সামান্য বেড়ে রেকর্ড করা হয় ২৬ দশমিক ৭ ডিগ্রি। অন্য দিনের মতো সোমবার ভোরেও সূর্যের আলো ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা।

জেলা শহরের পৌর খালপাড়া মহল্লার নির্মাণ শ্রমিক ফজলুল করিম বলেন, কয়েকদিন ধরেই বিকেলের পর থেকে শুরু হয় কনকনে ঠান্ডা। রাতেও খুব ঠান্ডা লাগে। আমাদের সকালেই কাজের জন্য বের হতে হয়। ভোরের দিকে ব্যাপক কুয়াশার সঙ্গে ঠান্ডা লাগে। তবে সূর্য উঠে গেলেই ঠান্ডা কমতে থাকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের তাপমাত্রা সামান্য বেড়েছে। ২৬ দশমিক ৫ থেকে বেড়ে রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। রোববার সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। দুয়েক দিনের মধ্যরাত ও দিনের তাপমাত্রা আবারো কমতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে