আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের সাবেক সভাপতি, বালাদেশ যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক , সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে 'কাস্তে মার্কা' প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
গফরগাঁও আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সিপিবির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টি উপজেলা সিপিবির সদস্য কমরেড সাইদুল ইসলাম।