দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিস সুমা খাতুনের সাথে উপজেলার দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলার সার্বিক সমস্যা, উন্নয়ন কার্যক্রম, জনসেবা প্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেবামূলক কার্যক্রমের গতি বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবার মান উন্নয়নে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, নবাগত ইউএনও সুমা খাতুনের নেতৃত্বে বীরগঞ্জ উপজেলায় সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, রাজস্ব কার্যক্রম ও জনসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান সংশ্লিষ্টরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, বীরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শিহাব উদ্দীন, উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সভায় ইউএনও সুমা খাতুন বলেন, বীরগঞ্জের উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং মানুষের অধিকার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। সবাইকে সঙ্গে নিয়ে একটি সমন্বিত ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই। জনগণের সমস্যা শোনা, সমাধান করা ও সেবাকে সহজ করা হবে আমার প্রধান কাজ। সভায় উপস্থিত উপজেলা পর্যায়ের কর্মকর্তারা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভাটি শেষে অংশগ্রহণকারীরা নতুন ইউএনওর কর্মদক্ষতা, উদ্যম ও মানবিক প্রশাসনিক মনোভাব বীরগঞ্জে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।