জাতীয় নাগরিক পার্টি সৈয়দপুর কমিটি ঘোষণা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম
জাতীয় নাগরিক পার্টি সৈয়দপুর কমিটি ঘোষণা

নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌরসভা জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে। নীলফামারী জেলা কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে ওই কমিটি ঘোষণা করেন এনসিপির জেলা আহবায়ক আব্দুল মজিদ।

এ সময় তিনি বলেন,বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ এবং রাষ্ট্র সংস্কার করতে হবে। তারই লক্ষ্যে নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টিকে সুসংগঠিত করতে হবে। শক্তিশালী করতে হবে জাতীয় নাগরিক পার্টিকে। আর এ উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে।

৭ ডিসেম্বর নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টি র্অফিসে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক,আব্দুল মজিদ। 

সভায় জেলা সদস্য সচিব ডাঃ কামরুল ইসলাম দর্পণসহ জেলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নীলফামারীর অন্তর্গত সৈয়দপুর উপজেলা ও সৈয়দপুর পৌরসভার কমিটি ঘোষণা করা হয়। তিনি বলেন,এ দুই কমিটির নেতৃত্বের মাধ্যমে সৈয়দপুর উপজেলা ও সৈয়দপুর পৌরসভায় জাতীয় নাগরিক পার্টি আরও সুসংগঠিত,সুদৃঢ় ও শক্তিশালী হয়ে উঠবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শাপলা কলি’ মার্কার বিজয় হবে।

আপনার জেলার সংবাদ পড়তে