কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ে ইমামদের অংশগ্রহণে প্রশিক্ষণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৫ পিএম
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ে ইমামদের অংশগ্রহণে প্রশিক্ষণ

৮ ডিসেম্বর ২০২৫ইং সকাল ১১ টায় ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের প্রশিক্ষণ  কক্ষে আয়োজিত নিরাপদ খাদ্য বিষয়ে জেলা পর্যায়ের ইমামদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত  এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।

ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো.আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে মূল বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন কিশোরগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা খাদ্য অফিসার  মোঃ আশরাফুল ইসলাম তালুকদার । ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের হিসাব রক্ষক মো শফিকুল আলম সারওয়ারের পরিচালনায় এতে বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা সাবিহা ইসলাম। প্রধান আলোচক ছিলেন ফিল্ড অফিসার ডক্টর মাও মো.কামরুল হাসান।

 সভায় বক্তারা নিরাপদ খাদ্য গ্রহণ ও সচেতন করতে সকলকে এক যুগে কাজ করতে আহ্বান জানান । সুস্থ থাকতে নিরাপদ খাদ্যের বিকল্প নেই । ভেজাল খাদ্য বর্জন করে বাঁচাতে হবে । নিরাপদ খাদ্য আইন প্রয়োগ ও বাস্তবায়নের জন্য দাবি জানানো  হয়। প্রশিক্ষণে প্রায় শতাধিক ইমাম প্রশিক্ষণে অংশগ্রহণ করে ।

আপনার জেলার সংবাদ পড়তে