দেশের জনগণের মধ্যে দূর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় পতাকা উত্তোলন,মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়েই আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক,এনজিও কর্মী,সাংস্কৃতিক কর্মী ও সুধীজনসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মোঃ আবদুল মোতালিবের সভাপতিত্বে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়া পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি সাহেল আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান শাকিল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাসির,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম আরেফিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য্য,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা চায়না বেগম,পল্লী বিদ্যুেতর ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট শামসুজ তাবরীজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি আজিজুর রহমান চৌধুরী,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ডাঃ নাজিমউদ্দিন, রীমা দাস প্রমূখ। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা,শিক্ষকসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।