লক্ষ্ণীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন ও র্যালিসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
মানববন্ধনে বিভিন্ন সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ জনতার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। তিনি বলেন, “দুর্নীতি জাতির অগ্রগতির প্রধান বাধা। সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললেই দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক,সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন, স্থানীয় সরকার উপপরিচালক মো. জসীম উদ্দিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সম্রাট খীসা। বক্তারা সকলেই সরকারি সেবা কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা, ঘুষ-দালালচক্র প্রতিরোধ, সেবাগ্রহীতাদের অধিকার নিশ্চিতকরণ ও নতুন প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তোলার ওপর জোর দেন। কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।