আজ পাঁচবিবিতে বর্নাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। এ উপলক্ষে আজ সকাল ১০টয় পাঁচবিবি উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তেলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়, পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ । সকাল ১০.৩০টায় উপজেলা পরিষদ সড়কে উপজেলা নর্বাহী অফিসারের নেতৃত্বে মানববন্ধনবন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদা খাতুন, পুলিশ ইন্সপেকটর তদন্ত ইমায়েদুল আজাদী উপজেলা দুপ্রকের সম্পাদক জাহিদুর রহমান রানা দুপ্রক সদস্য অধ্যক্ষ সেলিনা চৌধুরী, শাহিন চৌধুরী ও, মনোরঞ্জন দাস রতন