দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩২ পিএম
দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিঘলিয়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্ণীতি প্রতিরোধ কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

দিঘলিয়া উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাড. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মল্লিক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠানের শরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল্লাহ। পবিত্র গীতা থেকে পাঠ করেন গাজীরহাট একেএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু প্রদীপ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, চন্দনীমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লষ্কর প্রমুখ। 

এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এ সময় বলেন বড় ধরণের দুর্নীতি দেশের বড় বড় সেক্টরগুলোতে হলেও দুর্ণীতিমুক্ত আন্দোলন শুরু করতে হবে তৃণমূল পর্যায়ের পরিবার থেকে। পরিবার দুর্নীতিমুক্ত হলে সমাজ দুর্নীতিমুক্ত হবে। সমাজ দুর্নীতিমুক্ত হলে রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে। পাশাপাশি দেশের রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সততা, ন্যায় পরায়ণতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।

তিনি বাংলাদেশটাকে সুন্দর ও দুর্ণীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে