হাতিয়ায় দিনে-দুপুরে ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৫, ০৪:১৯ পিএম
হাতিয়ায় দিনে-দুপুরে ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট

হাতিয়া পৌরসভায় দিনে-দুপুরে দূর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল ওই বাড়ির শাহাদাত মোল্লার ঘর থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৬৫ হাজার টাকা মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। সোমবার (০৬ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টার দিকে হাতিয়ার পৌরসভার ৩নং ওয়ার্ড চরকৈলাশ এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শাহাদাত মোল্লা বলেন, প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ৮টার দিকে প্রাইমারি শিক্ষিকা স্ত্রীকে স্কুলে পৌঁছে দিতে নিয়ে বের হয়ে যান তিনি। এসময় ঘরে তার শালার ১০ বছর বয়সী মেয়ে সামিয়া একা ছিলো। প্রত্যক্ষদর্শী সামিয়া বলেন, সাড়ে ১১টার দিকে ঘরের সামনের দরজা দিয়ে ৮ জন মানুষ ভিতরে প্রবেশ করে। তাদের সবার মুখ বাঁধা ছিলো। এসময় ডাকাতরা তাকে চুপ থাকার জন্য বলে এবং চিৎকার করলে মেরে ফেলবে বলে ধমক দেয়। পরে তাদের মধ্যে কয়েকজন ঘরের আলমারি ভেঙে এবং সকল জিনিস পত্র তছনছ করে স্বর্ণ ও টাকা নিয়ে চলে যায়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে