বিগত ১৭ বছর আমরা আওয়ামী হায়নার বিরুদ্ধে একসাথে সংগ্রাম করেছি। ২০২৪ সালের ৫ আগস্টের আগে জালেম ও জুলুমের মধ্যে যে সংঘর্ষ ছিল, তা এখনো চলছে। আমরা যারা পুলিশি নির্যাতনের স্বীকার হয়েছি। খুন ও গুমের স্বীকার হয়েছি। ৫ তারিখের পর জালিম পালিয়ে গেলেও জুলুম বন্ধ হয়নি । জালেমের অঙ্গ রয়ে গেছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার জন্য তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে আনার জন্য জীবন বাজী রেখে আন্দোলন করেছি। আজকে রামগতিতে এসে দেখলাম জালেমদের জুলুম এখনো রয়ে গেছে।
সোমবার রাত সাড়ে ৮ টার দিকে লক্ষ্ণীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্ণীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া ফেরদৌসী (তানিয়া রব) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলনে।
তিনি আরো বলেন, পুর্ব পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছেন এই রামগতির সন্তান আ স ম আব্দুর রব। আজকে তার জন্মভূমিতে এসব কি হচ্ছে। আ স ম আব্দুর রবকে জাতীয় বীর আখ্যা দিয়ে তিনি বলেন, আ স ম আবদুর রব সারাজীবন জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। তার জীবনের সমস্ত সময় শেষ করেছে এই দেশের জন্য। আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই, মানুষ তাদের অধিকার নিয়ে বেছে থাকতে চায়। তিনি উপজেলা বিএনপিকে দায়ি করে বলেন, রামগতিতে এসে দেখলাম আমাদের সমাবেশে বাঁধা দেওয়া হচ্ছে। আমাদের জেএসডির অসংখ্য নেতাকর্মীকে আহত করা হয়েছে। ১০ টি যানবাহন ভাংচুর করা হয়েছে। চর পোড়াগাছা ইউনিয়ন সেচ্ছাসেবক পরিষদ নেতা আবদুল মান্নান কে গুলি করা হয়েছে, আরো ১৬ জনকে আহত করার খবর আসছে। সেই সংখ্যা আরো বাড়তে পারে এসবের নিন্দার ভাষা আমাদের নেই তবে একদিন এর জওয়াব নেওয়া হবে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন- ইতিহাসের একটা সেরা নির্বাচন দিবেন। কিন্তু রামগতিতে এসে দেখলাম উল্টো চিত্র। আ স ম আব্দুর রবের মত জাতীয় নেতার জন্মভূমিতে হামলা ভাংচুর প্রমাণ করে নির্বাচন কেমন হবে? এই জন্মভূমিতে আসম আব্দুর রব জন্ম নিয়ে সারাদেশের নেতৃত্ব দিয়েছেন। তাই এসব হুমকি ধমকি সন্ত্রাসী কর্মকান্ড করে তানিয়া রবের তারা মার্কার বিজয় ঠেকানো যাবেনা। আমি সবার কাছে অনুরোধ করবো। আপনারা আ স ম আব্দুর রবের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য তারা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, রামগতি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবি আব্দুল্যাহ জেএসডির উপজেলা সহসভাপতি আবুল হাসনাত চৌধুরী মেহদী, মীর গোলাম আজম ফারুক, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, পৌর জেএসডির সভাপতি জহিরুল ইসলাম নৌশাদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার, স্বেচ্ছাসেবক পরিষদের নেতা আবদুল্যাহ আল নোমান প্রমূখ।