দেবহাটায় আন্তর্জাতিক দূর্নীতি দূর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৩ পিএম
দেবহাটায় আন্তর্জাতিক দূর্নীতি দূর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন

দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২৫ পালন করা হয়েছে। শুরুতে পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধনের পরপরই উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার নেতৃত্বে উপজেলার প্রধান সড়কে মানববন্ধন করা হয়। মানববন্ধনের পরপরই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। কমিটির সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দুদক খুলনার উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান, দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী ও দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান বাশার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ শিক্ষক রফিকুল ইসলাম, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, এনজিও পরিচালক শরিফুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এনজিও কর্মী রুহুল আমিন মোড়ল প্রমুখ। সভায় দূর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে