বাজিতপুর থানার নতুন ওসির যোগদান

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম
বাজিতপুর থানার নতুন ওসির যোগদান

কিশোরগঞ্জের বাজিতপুর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে এস.এম শহিদুল্লাহ সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। যোগদানের পূর্বে তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার ওসি হিসেবে আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে সূত্রটি জানায়। দায়িত্ব গ্রহণের পর ওসি এস.এম শহিদুল্লাহ জানান, বাজিতপুরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ামুক্ত রাখতে তিনি সচেষ্ট থাকবেন। নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন। জামালপুর জেলার দেওয়ানগঞ্জে তার বাড়ি। তিনি দুই সন্তানের জনক। 

আপনার জেলার সংবাদ পড়তে