লৌহজংয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৪ জয়িতাকে সম্মাননা প্রদান

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ পিএম
লৌহজংয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৪ জয়িতাকে সম্মাননা প্রদান

লৌহজংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৪ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। 

লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা, নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। 

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ ফারজানা ববি মিতু। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সভাপতিত্বে ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা  পারভীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ সহিদুর রহমান সিকদার, নবয়োগদানকৃত লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, নারী নেত্রী সালমা পারভেজ, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু লৌহজং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব । এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে ৪ ক্যাটাগরীর জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোসা. বানেছা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রোকসানা পারভীন, সফল জননী নারী রানু বেগম ও অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী নারী মুক্তি আক্তার সম্মাননা লাভ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে