চরভদ্রাসনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪০ পিএম
চরভদ্রাসনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ খ্রিঃ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। উপজেলা সহকারী কমিশনার (ভুুমি) যায়েদ হোসাইন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার।

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্রবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা উন্নয়ন সহকারী মনজুর সামাদ. উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, শিক্ষক লুৎফর রহমান ও বিষ্ণুপদ ঘোষাল প্রমূখ। বক্তারা নারীদের অধিকার রক্ষায় কাজ করার জন্য সমাজের সকলের প্রতি আহবান জানান। এ সভাশেষে উপজেলার পাঁচজন জয়ীতা নারীকে সম্মামনা ক্রেষ্ট ও সনদ প্রদান কার হয়। এসব জয়ীতা নারীরা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ফিরোজা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জাকিয়া সুলতানা, সফল জননী নারী সুফিয়া বেগম, জীবন সংগ্রামে জয়ী নারী রুমা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবাদান রেখেছেন নারী আনোয়ারা বেগম।

আপনার জেলার সংবাদ পড়তে