চট্টগ্রামের হাটহাজারীতে মঙ্গলবার বেগম রোকেয়া দিবস, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল ্র্যালী, আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্র অবদানের জন্য জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ্র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, ওসি মোঃ জাহিদুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী ফতেপুরের ইয়াসমিন আক্তার, নির্যাতনের দুস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী দক্ষিণ পাহাড়তলী ওয়াডের শান্ত দাশ ও ফতেপুরের সমাজ উন্নয়ন অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ইউ পি সদস্য রুবি আকতার কে সন্মাননা ক্রেস্ট, পুস্প স্তবক, সনদপত্র ও প্রাইজ বন্ড প্রদান করা হয়। পরে উপজেলা মহিলা সংস্থা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।