নাজিরহাট হানাদার মুক্ত দিবস পালিত

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৪ পিএম
নাজিরহাট হানাদার মুক্ত দিবস পালিত

চট্টগ্রামের হাটহাজারীর  নাজিরহাটে মঙ্গলবার  হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে হাটহাজারী উপজেলা প্রশাসন নাজিরহাট গন কবরে খতমে কোরআন, মিলাদ মাহফিল, বিশেষ মুনাজাত ও আলোচনা সভার আয়োজন করেন। শুরুতে নাজিরহাট গন কবরে মহান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদদের পক্ষ পুস্তক অর্পণ করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম। মোহাম্মদ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উত্তর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তা যথাক্রমে এ এইস এম জিলানী চৌধুরী, ওহিদুল আলম, মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, মোহাম্মদ হোসেন মাস্টার, নূরুল আবসার, আবুল হাসেম, মাহাবুব উল আলম প্রমূখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মোহাম্মদ খান সিরাজী। বক্তারা প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাঁদের আত্মার মাগফিরাত কমানা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে