মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাখলানগর উচ্চ বিদ্যালয় এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি পেশার হাজারো মানুষ একাত্বতা ঘোষণা করেন। মালখানগর স্কুল ও কলেজের আয়োজনে এবং মুক্ত বিহঙ্গ তরুণ সংঘের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, মালখানগর হাইস্কুল অ্যান্ড ডিগ্রি কলেজ থেকে মালপদিয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত ২ কিলোমিটার রাস্তাটি নির্মাণকাজ শুরু হয়েছিল প্রায় দুই বছর আগে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় রাস্তাটি বর্তমানে চলাচল অনুপোযোগী হওয়ায় জনদুর্ভোগ চরমে। এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। এই এলাকায় একটি মাদরাসা, ২টি উচ্চ বিদ্যালয়, একটি কলেজ ও একটি হাসপাতাল, বড় ২ টি বাজার রয়েছে। এছাড়া প্রায় ২০ টি গ্রামের লোকজন চলাচল করেন এ রাস্তা দিয়ে। রাস্তার পাশের বাড়িগর ধুলোয় লাল হয়েছে, শ্বাস কষ্টের রোগী বৃদ্ধি পেয়েছে, কোমর হাড় সমস্যা বিভিন্ন রোগীদের রিক্সা বা গাড়িতে যাতায়াতে সীমাহীন কষ্ট করতে হয়। তাই জন দুর্ভোগ দূর করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন মানববন্ধন কারীরা, যাতে করে দ্রুত রাস্তাটি সংস্কার করা হয়।
মালখানগর স্কুল এডহক কমিটির সভাপতি মো. ইয়াসিন সুমন বলেন, রাস্তাটির কারণে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রায় দুই বছর ধরে এখানকার সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। বিদ্যালয়, কলেজ ও হাসপাতাল সব প্রতিষ্ঠান এই রাস্তার ওপর নির্ভরশীল। রাস্তাটি এতটাই খারাপ যে, অনেক সময় রোগী নিয়ে আসতেও মানুষ সাহস পায় না।
মুক্ত বিহঙ্গ তরুণ সংঘের আহ্বায়ক আল মামুন বলেন, রাস্তা সংস্কারের দাবিতে মালখানগর ইউনিয়নের সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই রাস্তার কাজ দ্রুত শুরু করে জনগণের দুর্ভোগ দূর করা হোক।
এসময় উপস্থিত ছিলেন, মালখানগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ, মালখানগর হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ মিয়া, মালখানগর দাখিল মাদ্রাসার সুপার এ.বি.এম মহিউদ্দিন, কলেজ গভর্নিংবডি সাবেক সদস্য দেলোয়ার হোসেন মোল্লা,সদস্য আনোয়ার হোসেন রাজা, খোরশেদ আলম শিশির, মীর আব্দুল গনি, মালখানগর হাই স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, স্কুলের এডহক কমিটির সদস্য মোশারফ হোসেন ভুট্টু, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘের আহবায়ক আল-মামুন, সদস্য রিসতিয়া আলম, তুষার আহমেদ, মো. রাজু, রায়হান ইসলাম, মাঈনুল আমিন, মো. রাজ্জাক, মো: আল-আমিন, মো. নয়ন শেখ।
আরো উপস্থিত ছিলেন, রাইজিং স্টারের সভাপতি শরিফ হক, সিরাজদিখান উপজেলা যুবদল নেতা শামীম হক, যুবদল সদস্য মো. সাব্বির মৃধা, যুবদল নেতা ইমরান মৃধা, রাজু গাজী, নয়ন হাসান, মালখানগর ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি গাজ্জালি সিয়াম, ইয়াছিন আরাফাত রাছিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সামি মীর, তুরাগ শেখ, রাকিব হাসান প্রমুখ।