“নারী ও কন্যা সন্তানের প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চার অদম্য নারীকে প্রদান করা হয়েছে ‘অদম্য নারী সম্মাননা’।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে ট্রেড প্রশিক্ষক রেশমা আক্তারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাহেল আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান শাকিল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাসির,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম আরেফিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য্য,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া,পল্লী বিদ্যুেতর ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন।
এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে চারজন মহীয়সী নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। তারা হলেন,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রোবা বেগম,শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ইতি মন্ডল,সফল জননী খাদিজা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান নাছিমা বেগম।
সংবর্ধনা গ্রহণকারী নারীরা বলেন,শত বাধা পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছি। এ সম্মাননা আমাদের শক্তি, সাহস ও নতুন প্রেরণার উৎস হবে। এর আগে উপজেলা সদরে একটি র্যালী বের করা হয়।