চাঁদপুরের খাজুরিয়ায় আশা’র বিনামূল্যে চিকিৎসা সেবা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৮ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৮ পিএম
চাঁদপুরের খাজুরিয়ায় আশা’র বিনামূল্যে চিকিৎসা সেবা

চাঁদপুরের ফরিদগঞ্জের খাজুরিয়ায় বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে মানবিক কল্যাণমূলক কাজ হিসেবে ৩ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা চলছে। দিনে গড়ে শতাধিক সেবা প্রার্থী চিকিৎসকদের থেকে ক্যাম্পিংয়ের এ সেবা গ্রহণ করছে।

৯ ডিসেম্বর মঙ্গলবার এই কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আশার কুমিল্লার সিনিয়র ডিভিশনাল ম্যানেজার মোঃ আব্দুল হামিদ।

তিনি বলেন, আমাদের শুধুমাত্র চাঁদপুর জেলাতেই এক লক্ষের কাছাকাছি গ্রাহক রয়েছে। আর এই গ্রাহকদের ৪৫টি শাখা ব্রাঞ্চের মাধ্যমে ঋণদানসহ অন্যান্য সেবা দেয়া হচ্ছে। আমরা আমাদের এই ঋণ কার্যক্রমের লভ্যাংশের প্রায় ২০ শতাংশই ব্যয় করি জনকল্যাণমূলক নানাবিধ কাজে। সেই ধারাবাহিকতায় আমাদের এই বিনামূল্যের মেডিকেল ক্যাম্পিং। আশা করবো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সাধারণ মানুষের কিছুটা হলেও উপকার করবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশার চাঁদপুরের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শেখ ফরিদ, গুপ্টি ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান খাাঁন কালু। ফরিদগঞ্জ অঞ্চলের আরএম মোঃ সাজ্জাত আলীর সঞ্চালনায় এবং ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে উপকারভোগীদের উদ্দ্যেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রুপসা ব্রাঞ্চের ম্যানেজার ফখরুল হোসেন,খাজুরিয়া ব্রাঞ্চের সহকারী ম্যানেজার রতন চন্দ্র দাসসহ অন্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে