৫অদম্য নারীকে দেওয়া হলো পুরস্কার

সেনবাগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৬ পিএম
সেনবাগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস

সেনবাগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদার রাখায় ৫ অদম্য নারীকে পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে  দিবসটি উদযাপিত হয়।

সকাল ১১টায় সময় উপজেলা পরিষদের সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পম্পা করের সঞ্চালনায় অনু্িষ্ঠত আলোচনা সভা ও অদম্য নারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাদিয়া আফরোজ, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক সুমন, রেইরো ফাউন্ডেশনের সিইও নাজমুল হক, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খন্দকার, রবিউল ইসলাম রবি। 

এসময় উপস্থিতছিলেন,সেনবাগ থানার ওসি তদন্ত হয়রত আলী মিলন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা যুবউান্নয়ন কর্মকর্তা  খুরশিদ ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আবদুল আজিম চৌধুরী। এসময় বক্তরা নারীর ক্ষমতায়ন, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে সবাইকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

আপনার জেলার সংবাদ পড়তে