চাঁদপুরে ৪ অদম্য নারীর হাতে সম্মাননা তুলে দিলেন জেলা প্রশাসক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৫ পিএম
চাঁদপুরে ৪ অদম্য নারীর হাতে সম্মাননা তুলে দিলেন জেলা প্রশাসক

আত্মশক্তিতে উজ্জীবিত চাঁদপুরের সংগ্রামী চার জন নারী পেয়েছেন ‘অদম্য নারী পুরস্কার-২০২৫ ’। পুরস্কারপ্রাপ্তরা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে হাজিগঞ্জ পৌরসভা এলাকার মকিমাবাদ বেপারী বাড়ির তানজিনা হক, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে

মতলব উত্তর, ছেঙ্গারচর আদুর ভিটি রোমানা পাপড়ি, সফল জননী নারী হাজিগঞ্জ মুকিমাবাদ রাবেয়া আক্তার,   নির্যাতনের দু:স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী কচুয়া নাওলা গ্রামের আইনগিরি নাউলা গ্রামের বিলকিছ আক্তার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে "আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ" এবং "বেগম রোকেয়া দিবস" ২০২৫ উদযাপন উপলক্ষ্যে অদম্য নারী পুরস্কার ২০২৫ এক সংবর্ধনা অনুষ্ঠানে এই চার নারীকে পুরস্কার তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকার।পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট দেওয়া হয়।

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, চাঁদপুর আয়োজিত অনুষ্ঠান সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  মো. এরশাদ উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.খায়রুল কবীর,উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন.জামিউল হিকমা।স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার।

এসময় এলজিইডি নির্বাহী প্রকৌশলী, চাঁদপুর মো. আহসান কবিরসহ সরকারি কর্মকর্তা,শিক্ষক- শিক্ষার্থী, নারী সংগঠক এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, নারীরা হচ্ছে চাঁদের মতো,আলো ছড়ায়-জ্যোতি ছড়িয়ে সমাজকে আলোকিত করে। নারী থেকেই আমাদের শুরু-আমার সন্তান নারী, আমার সহধর্মিণী নারী, এমনকি যে গর্ভে আমি জন্মেছি তিনি একজন নারী।নারীরা হচ্ছে ত্যাগের প্রতিচ্ছবি। 

তিনি আরও বলেন, চাঁদপুরের নারীরা এখন ঘরে সীমাবদ্ধ নেই। তারা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, উদ্যোগ ও প্রযুক্তি- সবক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করছে। যে নারীরা সমাজের নানা বাধা, লজ্জা, উপহাস ও সংগ্রাম পেরিয়ে দাঁড়িয়েছে তারা সত্যিই অদম্য।আমি বলতে চাই, মানসিকভাবে আমাদের নারীদেরকে উজ্জীবিত থাকাটা বড় দরকার। 

 বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর বলেন,ডিজিটাল যুগে নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা। অনলাইন বা বাস্তব-সবখানে নারীর সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। 

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার- এসএম. তানভীর রশিদ।

এর আগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে র‍্যালি বের করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে