ডিম ও মুরগীর মাংসের মূল্য উৎপাদন খরচ থেকে অধিক নিন্মমুখী হওয়ায় খামারীদের বাঁচাতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে কিশোরগঞ্জের খামারীরা। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে মংগলবার সকালে গাইটাল অতিথি কমিউনিটি সেন্টার সংলগ্ন আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন এসোসিয়েশনের আহবায়ক মো: সাদেকুর রহমান সাদেক,সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, সদস্য মো:নুরুল আরেফিন লিংকন, মো:আলব্দুল ওয়াদুদ, মো: শহিদ মল্লিক,খামারী হাফেজ মাও রাশিদ আহাম্মেদ প্রমুখ।
পরে অতিথি কমিউনিটি সেন্টার মিলনায়তনে কিশোরগঞ্জ জেলার পোল্ট্রি খামারীদের উদোগে শীতকালীন ব্যবস্থাপনা ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পোল্ট্রি এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা জননেতা খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। সেমিনারের উদ্বোধক ছিলেন জেলা প্রাণী সম্পদ কমকর্তা ডা.মো: আব্দুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা:মো: সাইফুল আলম, জেলা ভেটেনারী হাসপাতালের অফিসার ডা:মোহাম্মদ শরীফ, জেলা প্রাণী সম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার সাইফুদ্দিন আহমেদ,সদর উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা ডা :মো: আব্দুল মান্নান,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভিপি সাইফুল মালেক চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক মো: সাদেকুর রহমান সাদেক। এসোসিয়েশন সদস্য খামারী মো: শহিদ মল্লিকের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন খামারী এড সৈয়দ শাহজাহান, কেন্দ্রীয় নেতা কামাল উদ্দিন নান্নু, মনির ও মোশাররফ, কিশোরগঞ্জ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম,সদস্য মো:নুরুল আরেফিন লিংকন, মো:আলব্দুল ওয়াদুদ, খামারী হাফেজ মাও রাশিদ আহাম্মেদ প্রমুখ।
সেমিনারের সহযোগিতায় ছিলেন আস্থা ফিড লিমিটেড, কোয়ালিটি ফিড লিমিটেড, ডায়মন্ড এগ লিমিটেড, প্লানেট এগ্রো লিমিটেড, এসবি ফিডস। এসময় কিশোরগঞ্জ জেলার কয়েক শত খামারী, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, খামারীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।