বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন এনসিপির নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০১:০৭ পিএম
বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন এনসিপির নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাংলামটর কার্যালয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন এই তালিকা ঘোষণা করেন। তালিকা অনুযায়ী, ঢাকা-১১ আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

ঢাকা-১১ আসনটি বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকা নিয়ে গঠিত। এই আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। গত ৩ নভেম্বর বিএনপি এই আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। এনসিপি সূত্র জানায়, নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

এ ছাড়া দলের অন্যান্য গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকা-১৮ আসনে লড়বেন মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রংপুর-৪ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদস্য সচিব আখতার হোসেন। ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা, ঢাকা-১ আসনে মো. রাসেল আহমেদ, ঢাকা-৪ আসনে ডা. জাহিদুল ইসলাম, ঢাকা-৫ আসনে এস এম শাহরিয়ার, ঢাকা-৭ আসনে তারেক আহম্মেদ আদেল, ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৩ আসনে আকরাম হুসাইন, ঢাকা-১৫ আসনে অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ আলমগীর ফেরদৌস, ঢাকা-১৬ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৭ আসনে ডা. তাজনূভা জাবীন, ঢাকা-১৯ আসনে ফয়সাল মাহমুদ শান্ত ও ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

এ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, "আমরা দলের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের কাছে আমাদের ভাবমূর্তি ও প্রস্তাবনা পৌঁছে দিতে চাই। আমাদের লক্ষ্য সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করা।"

জাতীয় নাগরিক পার্টি এবার ঢাকা এবং দেশের অন্যান্য নির্বাচনী কেন্দ্রগুলোতে শক্তিশালী অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের প্রমাণের চেষ্টা করছে।

আপনার জেলার সংবাদ পড়তে