আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসে অদম্য নারীরা পুরস্কৃত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৬ পিএম
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসে অদম্য নারীরা পুরস্কৃত
গাজীপুরের কাপাসিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে অদম্য নারী পুরস্কার প্রদান ও বেগম রোকেয়া দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা, নারী মেলা ও অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম আলোচনা সভায় সভাপতিত্ব করেন । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্যে অংশগ্রহণ করেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা খাতুন প্রমুখ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর)২০২৫ উপলক্ষে অদম্য নারী পুরস্কারে ভূষিত সফল জননী বয়োবৃদ্ধা মোসা: ফাতেমা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী ও অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনকারী নারী উদ্যোক্তা গ্রুপের এডমিন শারমিন সুলতানা আনুষ্ঠানিক ভাবে পুরস্কার গ্রহণ করেন এবং তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের প্রত্যেককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এসময় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে