ভারতকে রাজি করিয়ে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০২:০৫ পিএম
ভারতকে রাজি করিয়ে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে দেশটির সরকারকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে। (বুধবার, ১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

তৌহিদ হোসেন বলেন, “শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের সঙ্গে আলোচনা দরকার। ভারতকে রাজি করার চেষ্টা চলছে। তবে ভারত ছেড়ে তিনি অন্য কোনো দেশে যাচ্ছেন কি না, তা নিয়ে কোনো সুনির্দিষ্ট কূটনৈতিক তথ্য নেই।” তিনি আরও বলেন, “বিচার বহির্ভূত হত্যা বন্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।”

পররাষ্ট্র উপদেষ্টা দেশের ভিসা-সংক্রান্ত সমস্যা, র‍্যাবের উন্নতি ও ডিজিএফআই সংক্রান্ত প্রশ্নের উত্তরও দেন। তিনি বলেন, “র‍্যাবের কাজ গত ১৫ বছরের তুলনায় অনেক উন্নত হয়েছে। ডিজিএফআইয়ের মতো সংস্থা সব দেশে আছে, তাই এটি সহজে বন্ধ করা যাবে না। মানবাধিকার রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।”

তৌহিদ হোসেন জানান, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শিগগিরই ঢাকায় ছোট সফরে আসবেন। এছাড়া ভিসা প্রসঙ্গে তিনি বলেন, “ফেক ডকুমেন্ট তৈরি বন্ধ না হলে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা সমস্যার সমাধান হবে না। নতুন মিশন খোলা সময়সাপেক্ষ ও আর্থিকভাবে চ্যালেঞ্জিং।”

তৌহিদ হোসেন আগেও রংপুরে জানিয়েছিলেন, ভারতের সরকার এখনো শেখ হাসিনাকে পাঠানোর বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। এ সময় তাকে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় মৃত্যুদণ্ড ও প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে