বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা ‘সংস্কারের’ ডাক দিচ্ছে, তারা আসলে জানে না কী সংস্কার করতে হবে। (বুধবার, ১০ ডিসেম্বর) রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদল ও কৃষক দলের নেতাকর্মীদের জন্য ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “তাদের কাছে সংস্কারের মানে কেবল ক্ষমতায় যাওয়া। তারা ভাবছে এমন সংস্কার করতে হবে যা করে তারা নিজে ক্ষমতায় পৌঁছাবে।” তিনি বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও ভোটপ্রচারণায় নেতাকর্মীদের কীভাবে জনগণের কাছে পৌঁছাতে হবে তার দিকনির্দেশনা দিতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
তিনি আরও আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন। মির্জা আব্বাস বলেন, “তারেক রহমান নতুন চিন্তা ও আধুনিক নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষকে আরও এগিয়ে নেবেন। দেশের রাজনীতিতেও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এছাড়া মির্জা আব্বাস খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রশংসা করে বলেন, “দেশের জন্য এই মুহূর্তে খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজনীয়। তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক। অতীতে কোনো নেতাকে নিয়ে এত ব্যাপকভাবে দোয়ার আয়োজন দেখা যায়নি। সর্বত্র মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।”
কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।