জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথম দফায় ১২৫ আসনের প্রাথমিক মনোনয়ন ঘোষণার মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে সিলেট বিভাগের পাঁচটি আসনের প্রার্থীদের নামও চূড়ান্ত করেছে দলটি।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রার্থিতা ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবারের নির্বাচনে তারা ‘ব্যালট রেভল্যুশন’-এ যাচ্ছে। তিনি দলীয় প্রতীক ‘শাপলা কলি’ ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান।
সিলেট বিভাগে এনসিপির মনোনয়নপ্রাপ্তরা হলেন সিলেট-১ এহতেশাম হক, সিলেট-৩ ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ প্রীতম দাশ, হবিগঞ্জ-৪ নাহিদ উদ্দিন তারেক।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা জানান, দেড় হাজারের বেশি প্রার্থী ইতোমধ্যে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি বলেন, “এনসিপির প্রার্থী তালিকায় এবার ব্যতিক্রম দেখা যাবে। আমরা যোগ্য, পরিচ্ছন্ন ও তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিয়েছি।” দলটির নেতারা আশা প্রকাশ করেন, তরুণদের নেতৃত্বে এনসিপির এই উদ্যোগ আসন্ন নির্বাচনে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করবে।