কলমাকান্দায় শ্রেষ্ঠ ৪ জয়িতাকে সম্মাননা প্রদান

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০২:২৩ পিএম
কলমাকান্দায় শ্রেষ্ঠ ৪ জয়িতাকে সম্মাননা প্রদান

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে নেত্রকোনার কলমাকান্দায় শ্রেষ্ঠ ৪ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

(৯ডিসেম্বর) মঙ্গবার উপজেলার কনফারেন্স রুমে বিকেল ৩:৩০ মিনিটে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ”শীর্ষক কর্মসূচি ২০২৫ এ নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়া দিবসে রোকেয়ার কর্ম ও আদর্শ সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অনন্য অর্জনের জন্য কলমাকান্দা উপজেলা থেকে চারজন সংগ্রামী নারীকে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ অনূষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরীতে কলমাকান্দা উপজেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছেন  তারা হলেন, সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারী নারী কলি আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী গৌরী মন্ডল, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী প্রমিলা বিশ্বাস ও নির্যাতনের বিভীষিকা থেকে উত্তরণীয় নারী জিন্নাত আরা'র হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান।

জান্নাতুল ইসলাম মীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, একাডেমি সুপার ভাইজার তারিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি এমএ আবুল খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুঁইয়া, উপজেলা জামাত ইসলামের আমীর মাওলানা আবুল হাসেম, প্রেসক্লাবের সহসভাপতি এনামুল হক ও উপজেলা বিভিন্ন পর্যায়ের জিও এনজিও কর্মকর্তাসহ সকল পর্যায়ের নারী নেত্রীগন উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে