বিরামপুরে জমির ধান কাটা নিয়ে সংঘর্ষের আশঙ্কা: থানায় অভিযোগ দায়ের

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০২:২৪ পিএম
বিরামপুরে জমির ধান কাটা নিয়ে সংঘর্ষের আশঙ্কা: থানায় অভিযোগ দায়ের

দিনাজপুরের বিরামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চলতি মৌসুমের আমন ধান কাটা নিয়ে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার  করমপুর মৌজায় ৪২ শতাংশ জমির দখল ও ফসল রক্ষা নিয়ে বাদী ও বিবাদীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য দাঙ্গা-হাঙ্গামা এড়াতে এবং আইনি সহায়তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, বিরামপুর থানার করম মৌজার (জেএল নং-১৮৯, এস.এ খতিয়ান নং-০৩, দাগ-২১৬) ২ একর ৯৬ শতক জমির মধ্যে ৪২ শতাংশ জমি একই গ্রামের মজনু মন্ডল গং দের সাথে  দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে ইতিপূর্বে স্থানীয়ভাবে শালিস-বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে উভয় পক্ষের সম্মতিতে আপোষ-মীমাংসার মাধ্যমে উক্ত জমির দখল বাদী  মাহমুদ হোসেন মন্ডলের (মাহমুদ) অনুকূলে রায় দেওয়া হয় এবং বিবাদীগণ আর কোনো ঝামেলা করবেন না বলে প্রতিশ্রুতি দেন। সেই থেকে বাদী শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন।

তবে অভিযোগকারী মাহমুদ হোসেন জানান, তিনি স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছেন যে, বিবাদীপক্ষ পুনরায় সংঘবদ্ধ হয়ে পূর্বের আক্রোশ মেটাতে জোরপূর্বক ওই জমির পাকা আমন ধান কেটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

বাদী মোঃ মাহমুদ হোসেন মন্ডল আশঙ্কা প্রকাশ করে বলেন, “বিবাদীরা দলবল নিয়ে আমার জমির ধান কাটতে আসলে আমি বাধা প্রদান করব। এতে ঘটনাস্থলে বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জানমাল ও ফসলের নিরাপত্তা চেয়ে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি।”

এ বিষয়ে বাদী তার পরিবার ও আত্মীয়-স্বজনের সাথে আলোচনা করে বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের প্রার্থনা জানিয়েছেন।

বর্তমানে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বিষয়টি সুরাহা হয়।

এ ব্যাপারে বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা  বলেন, আমার পরিষদে এ  বিষয়ে  কোন বিচার শালিস হয়নি এবং বিষয়টি আমি জানি না। 

আপনার জেলার সংবাদ পড়তে