কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা হল মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের র্যালীর নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন খন্দকার, কুলিয়ারচর দুর্নীতি দমন কমিশনের সভাপতি মোঃ ইদ্রিছ মিয়া। র্যালী শেষে আলোচনা সভার সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের উপজেলা সভাপতি মোঃ ইদ্রিছ মিয়া। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মোঃ নূরুল মিল্লাত, দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক নূরুল আলম রশিদ, কুলিয়ারচর অফিসার ইনচার্জ মোঃ নূরুন্নবী ও সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম প্রমুখ।