লক্ষ্মীপুরে রামগতিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন ও র্যালিসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। মানববন্ধনে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থী, সামাজিক সংগঠন ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে অংশগ্রহণকারীরা প্লেকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। পরে উপজেলা পরিষদ এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দিদার উদ্দিন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার বজলুল করিম, উপজেলা বন কর্মকর্তা আবদুল বাচেত, রামগতি প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক নুরুল আমিন মিজান, আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেঝের শিক্ষার্থী নুসরাত জাহান সাদিয়া, আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ওসমান গনি। আলোচনা সভায় বক্তারা দুর্নীতিকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিহত করতে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান।