রাবেয়া বেগম, স্বামী- আব্দুল হামিদ শেখ, গ্রাম: লক্ষীছড়ি গুচ্ছগ্রাম। ৪ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে। স্বামী ও চার সন্তানকে নিয়ে লক্ষীছড়িতে বসবাস শুরু করেন ১৯৯৫ সাল থেকে। তারপর ছোট মেয়েটি ২০০১ সালে জন্ম গ্রহণ করে লক্ষীছড়ি গুচ্ছগ্রামে। লক্ষীছড়িতে আসার পরে স্বামী লক্ষীছড়ি আর্মি ক্যাম্পে কাজ নেয় এবং বাসায় সকালে মক্তব পড়ানোর পাশপাশি সেলাই কাজ শুরু করেন। এভাবেই বলছিলেন রাবেয়া বেগমের সফলতার গল্প। বেগম রোকেয়া দিবসে আদম্য নারী সম্মাননা দেয়া হলো জীবন সংগ্রামে জয়ি এই রাবেয়া বেগমকে।
রাবেয়া বেগম পড়া-লেখা করেছেন মাত্র ৫ম শ্রেণি পর্যন্ত। বয়স বর্তমান ৬৫ বছর।তারই সফলতার গল্প তুলে ধরা হলো- রাবেয়া বেগম বলেন, সেলাই কাজ শিখি লক্ষীছড়ি কুটির শিল্প হতে তারপর বাজারের কাপরের দোকান থেকে কাপড় (ব্লাউজ,পেটিকোর্ট, বাচ্চাদের পোশাক) বাসায় এনে শেলাই করে দিয়ে দিতাম তার বিনিময়ে শেলাই বাবদ প্রতিটি হিাসবে টাকা পেতাম তখন শুরুতে আমার ৪ ছেলে তাদের কে স্কুলে ভর্তি করাই তাদের পড়া-শোনার খরচ ও সংসার খরচ আমাদের দুইজনের ইনকামে কোন রকম মিটাতে পারতাম। আমার স্বামী ইনকাম করতো মাসে ৯০০ টাকা আর আমি সপ্তাহে ৩০০/৫০০ টাকা ইনকাম করতাম। আমার স্বামী ক্যম্পের খাবারের পর অবশিষ্ট ভাত ও তরকারি বাসায় নিয়ে আসতো সেগুলো দিয়ে আমাদের খাবারের চাহিদা প্রায় মিটে যেতো। দিন রাত কষ্ট করতাম সন্তানদের একটু ভালো ভাবে মানুষ করার জন্য সন্তানদের লেখাপড়া কখনো বন্ধ করিনি বড় ছেলে প্রাইমারি শেষ করে হাইস্কুলে যায় এভাবে পর্যায়ক্রমে সবাই লেখাপড়া করতে থাকে। এদিকে সকল খরচ বহন করার পর কিছু টাকা জমিয়ে গরু কিনতে থাকি বাচ্চারা সারাদিন স্কুলে থাকে এবং পাশাপাশি গরু গুলো পালন ও করে তারা স্কুলে যাওয়ার আগে গরু মাঠে দিয়ে আসা পড়াশোন ইত্যাদি সকল কাজকর্ম গুলো করে। বাচ্চারাও অনেক কষ্ট করে লেখাপড়া করে। এভাবে ২০০১ সালে বেশিরভাগ গরু বিক্রয় করে গুচ্ছগ্রামে জায়গা ক্রয় করি।
১৯৯৯ সালে বড় ছেলে মেট্রিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে ফাস্ট ডিভিশনে পাশ করে। তারপর বড় ছেলেকে হাটহাজারি কলেজে ভর্তি করাই এবং সেখানে লজিং বাড়িতে থেকে বড় ছেলে পড়াশোনা করে পরে পর্যায়ক্রমে মেঝো ছেলে ২০০১ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে পাশ করে এবং তাকেও হাটহাজারি কলেজে ভর্তি করাই তখন বাকি ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ ও তাদের দুইজনের কলেজের খরচ চালানো অনেক কষ্ট কর হয়ে পরে। তখন ছেলেরা টিউশন করিয়ে তাদের লেখা-পড়ার খরচ বহন করতো।
তারপর আমার স্বামী ২০০২ সালের দিকে ব্রেন স্ট্রোক করে তেমন কোন কাজ কর্ম করতে পারেনা তার পিছনে চিকিৎসার খরচ এবং বাচ্চাদের খরচ অনেক কষ্ট হয়ে পড়ে তখন ও চলে কাপড় শেলাইয়ের কাজ রাত ২/৩টা পযন্ত শেলাইয়ের কাজ করতাম। তখন সেঝো ছেলেটা কেবল হাইস্কুলে উঠে ক্লাস সেভেনে পরে আমার স্বামী তখন থেকে পর্যাক্রমে ধীরে ধীরে অসুস্থ বেশী হয়ে যায় এবং একপর্যায় বিছানায় পরে যায় এখন পযন্ত মৃত্যুর সাথে লড়ছে আমার স্বামী। আমার স্বামী অসুস্থ হয়ে যাওয়ার পর ঘরের সকল দায়িত্ব পরে যায় সেঝো ছেলের উপর সে তার স্কুল, আর্মি ক্যাম্পে লাকরি দেওয়ার কাজ, চাষাবাদের কাজ সহ ঘরের বাজার থেকে শুরু করে সকল কাজের ভার তার উপরে পরে কারণ বড় ২জন শহরে পড়াশোনা করে ছোট ছেলে এখনো প্রাইমারিতে পরে তাই সকল কাজের দায়ভার তার উপর পরে। সেঝো ছেলেটা সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা ও কৃষি কাজ গরু মাঠে দিয়ে আসা তারপর স্কুলে যাওয়া স্কুল থেকে এসে কৃষি কাজ গরু মাঠ থেকে নিয়ে আসা এবং রাতে পড়াশোনা করা এভাবেই কাটতে থাকে দিন পর্যায়ক্রমে সেঝো ছেলে তারপর ছোট ছেলে তারপর ছোট মেয়ে পড়াশোনা করতে থাকে।
২০০৮ সালে মেঝো ছেলে লেখাপড়ার পাশাপাশি চট্টগ্রাম একটা কোম্পানিতে কাজ করে তখন সেঝো ছেলেকে চট্টগ্রাম নিয়ে যায় কম্পিউটার শেখায় এবং বড় ছেলে পল্লী চিকিৎসা কোর্স করে লক্ষীছড়ি এসে ঔষধের দোকান দেয় পরে মেঝো ছেলে ছাড়া বাকি তিনজন লক্ষীছড়িতেই ঔষধের ব্যবসায় মন দেয় এবং সেঝো ছেলে কম্পিউটার কম্পোজের দোকান দেয় পরে ছোট ছেলে ও বড় ছেলে ঔধধের ব্যবসা করতে থাকে। (শুরুতে বড় ছেলের ঔষধের দোকানে আমি কোন পূজি দিতে পারিনি সে প্রাইভেট পড়িয়ে ৫হাজার টাকা জোগাড় করে বাজারে পাইকারি দোকান থেকে ঔষধ কিনে ব্যবসা শুরু করেন) পরে গরু বিক্রয় করে বাজারে একটা প্লট কিনি তারপর সেখানে ঔষধের দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করছে। ২০১২ সালের দিকে মঝো ছেলে ও সেঝো ছেলে খাগড়াছড়ি শহরে তাদের নিজেদের জামানো কিছু টাকা দিয়ে নিজের উদ্যোগে একটা প্রোডাক্ট মার্কেটিং ব্যবসা শুরু করে পরে তারা ডিপার্টমেন্টাল স্টোর দেয় এবং হোমিও ও আয়ুর্বেদিক ফার্মেসি দেয় তারপর ২০১৪ সালে দিকে খাগড়াছড়িতে ছোট একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করে এবং মেঝো ছেলে ঢাকা থেকে ওয়েব ডেভেলপার এরে প্রথম ফ্রিল্যান্সিং কোর্স চালু করে এবং নিজেও শিখে নেয় শেখান থেকে ধীরে ধীরে তারা বড় হতে থাকে এখন মেঝো ছেলের “এডুলাইফ আইটি প্রতিষ্ঠান” খাগড়াছড়ির সবচাইতে বড় আইটি ফার্ম তার একটা ডিজিটাল এজেন্সি আছে পাশাপাশি আইটি প্রশিক্ষন আছে এবং সেই সাথে ২০২৫ সাল থেকে এডুলাইফ আইটি স্কুল প্রতিষ্ঠা করে এখন মেঝো ছেলো ও সেঝো ছেলের প্রতিষ্ঠানে প্রায় ৪০ জন স্টাফ ফিক্সড সেলারিতে কাজ করে। আর বড় ছেলের মানিকছড়িতে ঔষধের ব্যবসা আছে এবং ছোট ছেলে চট্টগ্রাম একটা ঔষধ কোম্পানির রিজিওনাল ম্যানেজার হিসাবে আছে এবং লক্ষীছড়িতে ঔষধের ব্যবসা আছে।
আর ছোট মেয়েটা হামদর্দ মেডিকেল কলেজে শেষ বর্ষে পড়াশোনা করছে এই বছর শেষ হবে আশা করছি। মোট কথা আমি ছেলেদের এসএসসি পযন্ত পড়া-শোনার খরচ সহ গাইড করেছি তারপর তারা তাদের নিজেদের খরচ ও ছোট বোনের খরচ বহন করেছে এখন তারা সবাই প্রাই সফল। তাদের সফল করার জন্য আমি যেমন সংগ্রাম করেছি ঠিক তারাও চেষ্টা করেছে সফল হওয়ার জন্য এবং সকল কিছু তো তুলে ধরা সম্ভব হয়না তাই যতটুকু সম্ভব চেষ্টা করলাম মাত্র। যাই হোক আমার সন্তানেরা সবাই সুন্দর ভাবে চলছে তারা যেমন আদর্শবান হয়েছে তেমন মানুষের কল্যাণে কাজ করছে এবং আমি ও আমার স্বামীর দেখা শোনায় তাদের কোন কমতি নাই তাই সবকিছু মিলে আমার মনে হয় আমি একজন সফল মা আমার কষ্ট সার্থক সুন্দর ভাবে সন্তানদের মানুষ করতে পেরেছি। আমি এই সম্মাননা পেয়ে অনেক খুশি।