রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৪ পিএম | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৪ পিএম
রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ  উপলক্ষে সেমিনার
রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মোয়াজ্জেম হোসেন। সেমিনারে বক্তারা বলেন, সময়মতো ভ্যাট নিবন্ধন ও সঠিকভাবে ভ্যাট প্রদান দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করে। তাঁরা ব্যবসায়ীদের ভ্যাট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভ্যাট ব্যবস্থাপনাকে সহজ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে ডিজিটাল ভ্যাট ব্যবস্থাপনার সুবিধা ব্যবহার করে রাজস্ব আহরণ আরও স্বচ্ছ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার বিপ্লব কান্তি দাস এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই কমিশনারেটের যুগ্ম কমিশনার খায়রুল আলম। সভাপতিত্ব করেন রাজশাহীর কর কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান।
আপনার জেলার সংবাদ পড়তে