চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৪:২২ পিএম
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম,দূর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে এবং উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুলের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,বিএনপি নেতা আব্দুল মুতালিব প্রাং,পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল কবির,হাসানুজ্জামান সবুজ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু পৌর ছাত্রদলের সদস্য সচিব রুহুল আমিন প্রমুখ। 

বক্তারা,চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়ম ও দূর্নীতি তুলে ধরেন এবং দীর্ঘদিন এখানে দায়িত্বে থাকা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুলের অপসসারণ দাবি করেন। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

আপনার জেলার সংবাদ পড়তে