সেনবাগের কাবিলপুর ইউপি চেয়ারম্যান বাহারের বিরুদ্ধে দুদকের মামলা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৫ পিএম
সেনবাগের কাবিলপুর ইউপি চেয়ারম্যান বাহারের বিরুদ্ধে দুদকের মামলা

সেনবাগের কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুনীতি দমন কমিশন (দুদক) । সোমবার (৮ ডিসেম্বর) সকালে সম্পদ বিররণীতে তথ্য গোপন ও আয় বর্হিভূত অবৈধ ভাবে সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালী দুনীতি দমন কমিশন (দুদক) নোয়াখালীর উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম বাদী হয়ে দুদক বিশেষে আদালতে এই মামলাটি দায়ের  করেন।

অভিযুক্ত মোহাম্মদ আনোয়ার হোসনে বাহার (৫০) নোয়াখালীর সেনবোগ উপজলোর ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব। তিনি  সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ২ওয়ার্ডের ইয়ারপুর গ্রামের মোখলছুর রহমানের ছেলে। বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেছেন দুদকের কোট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস।

দুদক জানায়, আনোয়ার হোসনে বাহার গত ২০১৬ সালের ১৬ অক্টোবর থেকে আজ পর্যন্ত ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দাীয়ত্ব পালন করে আসছেন। তিনি চলতি বছররে ১২ মে নিজের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয়ের উৎস  উল্লেখ্য করে দুনীতি দমন কমিশন (দুদকের) প্রধান কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। এরপর গত ৩০জুন তার দাখিলকৃত সম্পদ বিবরনী যাচাই অনুসন্ধানের জন্য নোয়াখালীর দুদককে দায়িত্ব দেওয়া হয়।

এরপর যাচাই অনুসন্ধান কালে দেখা যায়, মোহাম্মদ আনোয়ার হোসনে বাহার চেয়ারম্যান দুনীতি দমন কমিশন(দুদকের) দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নামে একটি ২ তলা ভবন এবং বিপুল পরিমাণ জমিজমা সহ মোট ৪৭লাখ ৩২হাজার টাকার স্থাবর সম্পদ এবং ২১লাখ ৫৭হাজার ৪১টাকার অস্থাবর সম্পদ'সহ মোট ৬৮লাখ ৮৯ হাজার ৪১ টাকার সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন।

কিন্তু তিনি দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি ১০লাখ ৭৭হাজার ১৩২টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ৩৮লাখ ৪৪ হাজার ৮২৯ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অবৈধ ভাবে অর্জন করে নিজ নামে ভোগ দখলে রাখার তথ্য গোপন করেন। যা দুনীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

দুদক নোয়াখালীর কোট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস বিষয়টি নিশ্চিত করে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসামি আনোয়ার হোসেন বাহারের বিরুদ্ধে মামলা পর্রবতী ব্যবস্থা গ্রহনের জন্য দায়ের করা  হয়। মামলা নং ১ তারিখ ৮/১২/২০২৫ ইং।

আপনার জেলার সংবাদ পড়তে