আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রামপুলিশকে আরো সক্রিয় হতে হবে। তৃনমূল পর্যায়ে তথা ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের বিরুদ্ধে গ্রামপুলিশকে সোচ্চার হয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত গ্রামপুলিশের সাপ্তাহিক সমাবেশে এসব কথা বলেছেন, সদ্যযোগদানকৃত গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল। তিনি (ওসি) আরো বলেন, গ্রামপুলিশ বাহিনী পুলিশ প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে গ্রামপুলিশকে আরো সক্রিয় হতে হবে। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
ওসি তারিক হাসান রাসেল বলেন-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্দেহভাজন কোন নতুন লোক দেখলে গ্রামপুলিশদের তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে থানা পুলিশকে অবহিত করতে হবে। প্রতিটি ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।