আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জেন্ডার প্ল্যাটফর্ম বাংলাদেশ এর উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) সকালে একটি বর্নাঢ্য সাইকেল রাজধানীর সাহাবুদ্দিন পার্কে অনুষ্ঠিত হয়। এ ছাড়া সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন, মোমবাতি প্রজ্জ্বলন এবং গণস্বাক্ষর কর্মসুচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেন্ডার প্লাটফর্মের বিভিন্ন মানবাধিকার ও শ্রমিক অধিকার সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ, ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তারা উল্লেখ করেন, শুধু শারীরিকভাবে যৌন হয়রানি নয়, বরং মানসিক ও মনস্তাত্বিক যৌন হয়রানি প্রতিরোধে কর্মক্ষেত্রে ব্র্যান্ড, বায়ার, শ্রমিক-মালিক সহ সকল পক্ষকে সচেতন হতে হবে। তারা বলেন, নারীর প্রতি যৌন হয়রানির বিষয়ে মন মানসিকতা পরিবর্তন করা জরুরী। এ ক্ষেত্রে মাঠ পর্যায়ে সক্ষমতা জোরদার করতে হবে। উল্লেখ্য, প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর সারা বিশ্বের সাথে বাংলাদেশে পালিত হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ।