ভূমিতে অধিকার নেই এমন জনগোষ্ঠী মানতা সম্প্রদায়। এসব ভূমিহীন মানতারা মৃত্যুর পর শেষ ঠিকানা কবরের জন্য এক টুকরো জমি দাবি করেছেন সরকারের কাছে।
বরিশাল সদর উপজেলার হল রুমে অনুষ্ঠিত মানতা সম্প্রদায়ের জেলে নারীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের প্রথম মতবিনিময়কালে এ দাবি করেছেন মানতা সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।
চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক শামিয়া আলীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা, রিপোর্ট একাত্তর ডট কমের হেড অফ করেসপন্ডেন্ট সাইদুর রহমান পান্থ, সাস’র নির্বাহী পরিচালক রাশেদ খান,
সেইন্ট বাংলাদেশের উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী, দৈনিক আজকের বার্তা নিবার্হী সম্পাদক কাজী রাব্বি, মাই টিভি ব্যুরো প্রধান পারভেজ রাসেল প্রমূখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন এনহ্যান্সিং ইনফরমেশন এন্ড ইনক্লুশন এব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্যা মানতা কমিউনিটি প্রকল্পের সমন্বয়কারী মহানন্দ দাস।
এ সময় জেলে নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃতি দাবী করেন। তারা ভিজিএফ/ভিজিডি কার্ড, বিধবা ভাতা বা দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবী করেছেন।
তারা বলেন, আমাদের জীবিকার নিরাপত্তা চাই। মৌসুমি নিষেধাজ্ঞা, ঝড়, অথবা নদী ভাঙন তাদের আয়ের উপর প্রভাব ফেলে। তাই বিকল্প পেশার দাবী করেছেন।